শ্বশুরবাড়ি থেকে ফিরে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল এলাকায়! মৃত যুবকের নাম শুকলাল হাসদা। সে খড়িবাড়ির চুনিলাল জোত এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে শ্বশুরবাড়িতে ছিল যুবক, শুক্রবার বিকেল নাগাদ সেখান থেকে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমোতে যায়। আজ সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করলে বাড়ির পাশে বাঁশ বাগান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে দেহ। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।