সবজির কালোবাজারি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন

মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণ অভিযান শুরু করার পরেই একাধিক অসঙ্গতি নজরে এলো জলপাইগুড়ি জেলা প্রশাসনের, যার মধ্যে খুচরো কাঁচা সবজি ব্যবসায়ীদের হাতে পাইকারি বাজার থেকে কেনা সবজির কোন পাকা বিল যেমন পাওয়া যায়নি। একইভাবে পাইকারি বাজারে কাঁচা সবজি নিয়ে কালোবাজারি করার অভিযোগ সামনে এসেছে। যদিও খুচরো কাঁচা সবজি ব্যবসায়ীদের দাবি লাগাতার বৃষ্টির কারণে চাহিদা অনুসারে সবজি উৎপাদন কম হওয়ায় বাজারের সবজির দাম বাড়ছে। 

  বুধবার জলপাইগুড়ির পাইকারি বাজারে আলুর দাম ছিল কেজি প্রতি ৩৫ টাকা।  খুচরো বাজারে কেজি প্রতি ৮ টাকা বেশী দামে বিক্রি করা হচ্ছে। অন্য দিকে, বেগুনের পাইকারি দাম কেজি প্রতি ৬০ টাকা, খুচরো বাজারে তা ৮০ টাকা। লঙ্কা পাইকারি দাম কেজি প্রতি ১০০ টাকা খুচরো ১২০ টাকা কেজি দরে। ঢ্যাঁড়শের প্রতি কেজি ৫০-৬০ টাকা পাইকারি দাম থাকলেও খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। বলতে গেলে সমস্ত কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া।

  এদিন সকালে কৃষি বিপণন দফতরের প্রতিনিধি এবং জেলা এনফোর্সমেন্ট দপ্তরের প্রতিনিধিদের সাথে নিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে অভিযান চালান সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর নির্দেশেই অভিযান। যাতে অযথা দাম বাড়ানো না হয়, সেটা দেখা হচ্ছে।

 অন্যদিকে, কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই টাস্ক ফোর্স কোচবিহার ভবানীগঞ্জ বাজারে খুচরা পাইকারি দোকানগুলো পরিদর্শন করে। কোচবিহার অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্তের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে সবজির দামের ওপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে দাম বেঁধে দেওয়া হয়। তবে ব্যবসায়ীদের মতে, তারা পাইকারদের থেকে বেশি দামে কিনছেন তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে, পাইকারি ব্যবসায়ীদের মতে, তারা চাষীদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনে নিয়ে আসছেন। তবে প্রশাসনের এই অভিযানে থেকে সাধারণ মানুষ মতামত, এই অভিযান চললে লাভ কিছুই হবে না। জিনিসের দাম বৃদ্ধি হয়েছে, সেটা বৃদ্ধি থাকবে।

    অতিরিক্ত জেলা সৌমেন দত্ত বলেন, দামগুলো যাচাই করা হয়েছে। তারা কোথা থেকে সবজি কেনেন, এই সমস্ত খোঁজ খবর নেওয়া হচ্ছে। মূলত দাম নিয়ন্ত্রণে আনাই মূল লক্ষ্য ।