সভামঞ্চে প্রতিশ্রুতি মত‌ই আমিষ গ্রহণ করলেন রবীন্দ্রনাথ

রবিবার থেকে আমিষ খাওয়া শুরু করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

  প্রসঙ্গত, গত ১৩ ই এপ্রিল তিনি মদনমোহন মন্দিরে পুজো দিয়ে শপথ গ্রহণ করেন, যতদিন না কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে হারিয়ে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে জেতাবেন, ততদিন তিনি আমিষ ছোঁবেন না। এমনকি যদি তৃণমূল প্রার্থী জিততে না পারে তাহলে তিনি সারা জীবনই আমিষ খাবেন না এমনটাও বলতে শোনা যায় তাঁকে। তারই মন্তব্যকে ঘিরে কটাক্ষ করে বিজেপি।

  তবে শেষমেষ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ের হাসি হাসে তৃণমূল-কংগ্রেস‌ই। এরপরেই রবিবার আনুষ্ঠানিকভাবে তিনি আমিষ খাবার শুরু করলেন। কোচবিহার রবীন্দ্র ভবনে তৃণমূল-কংগ্রেসের সভায় যোগ দিয়ে সেখানেই সভামঞ্চে দাঁড়িয়ে উদয়ন গুহর হাত থেকেই তিনি আমিষ খেতে দেখা যায় তাঁকে।