সরকারি রাস্তা দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় মহিলাকে মারধর

সরকারি রাস্তা দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ জমির দালালদের বিরুদ্ধে। শিলিগুড়ি ৩৬ নং ওয়ার্ডের মধ্য শান্তিনগর এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য।

  জানা গিয়েছে, সোমবার মধুমিতা রায় নামে আক্রান্ত ঐ মহিলা বাজার করতে বাড়ি থেকে বেরোন। সে সময় তার বাড়ির সামনের রাস্তা দখল করার প্রতিবাদ করায় তাঁকে স্থানীয় কয়েক জন দালাল বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। 

  মধুমিতা দেবী জানান, স্বামী কাজের সূত্রে বাইরে থাকায় মেয়েকে নিয়ে শান্তিনগরের বাড়িতে একাই থাকেন তিনি। দীর্ঘ ১৩ বছর ধরে জমির দালালদের হেনস্থার শিকার হয়ে আসছেন। পুরনিগমের 'টক টু মেয়র' পরিসেবা কিংবা প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি। আর এতে স্থানীয় কাউন্সিলরের মদত রয়েছে বলেই মনে করছেন তিনি।

  অন্যদিকে, এ নিয়ে নিউজ মেট্রো'র তরফে ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন শীল শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন।