সাংসদ কে পেয়ে ক্ষোভ বাসিন্দাদের

ফুলবাড়ী 1নং অঞ্চলের সাধারন শ্রমিকদের ক্ষোভের মুখে সাংসদ জয়ন্ত রায় ফুলাবাড়ি এলাকার পোড়াঝাড়ে খভের মুখে সাংসদ। এলাকার বাসিন্দারা সাংসদ কে ঘিরে প্রশ্ন করেন, কেন ১০০ দিনের প্রকল্পের টাকা পাচ্ছে না? জবাবে সাংসদ তার উন্নয়নের কথা বলতে গিয়ে বন্দে ভারতের প্রসঙ্গ টানতে গেলেই এলাকার বাসিন্দারা বলেন, বন্দে ভারত গরীবের জন্য নয়। গরীব লোকজন কি করবে?