সাংসদ খেল মহোৎসব উপলক্ষ্যে ম্যারাথন দৌড় ঘিরে রাজনৈতিক তরজা

কোচবিহার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় যুব কল্যাণ ক্রীড়া দপ্তর ও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে সাংসদ খেল মহোৎসবকে সামনে রেখে জেলার সমস্ত বিধানসভা ভিত্তিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার কোচবিহার বাচ্চারা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গারহাট এলাকায় দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় । অভিযোগ, ম্যারাথন দৌড় শুরু হওয়ার পরেই সেখানে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন প্রতিযোগী ও বিজেপি কর্মীরা আহত হয় । এদের মধ্যে এক বিজেপি কর্মী গুরুতর অবস্থায় বর্তমানে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে ।