সাত দফা দাবিতে ২৪ ঘণ্টার ব্যবসা বনধ ডাক কোচবিহার জেলা ব্যবসা

পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে আগামী ১৭ মে শুক্রবার কোচবিহার শহরে ২৪ ঘণ্টার ব্যবসা বনধের ডাক দিল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। রবিবার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাদের কার্যালয় এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন। সেখানে সমিতির সভাপতি মতিলাল জৈন জানান, তাঁরা পুরসভাকে সমস্যা সমাধানে স্মারকলিপি দিয়েছিলেন, যেখানে সাত দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু পুরসভা কোনও সঠিক পদক্ষেপ নেয়নি। তাই তাঁরা প্রতীকী ব্যবসা বন্ধ রেখে আন্দোলনে নামছেন। পুরসভার স্থলের নাম পরিবর্তন, নতুন নির্দেশিকা প্রত্যাহার, বাজার সংস্কার, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি কমানো সহ মূলত সাতটি দাবিকে সামনে রেখে এই ব্যবসা বনধের ডাক দেওয়া হয়েছে। এরপরেও সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির।