সাত সকালেই ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। শুক্রবার সকাল সাতটা নাগাদ ধূপগুড়ি শহরের বাড়ি থেকে বের হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় গ্ৰামের বাড়িতে গিয়ে মাকে প্রণাম করেন। এরপর পার্শ্ববর্তী বামনটারি এডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে ১৫/৫৯ নং বুথে গিয়ে সস্ত্রীক ভোট দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন," জেতার ব্যাপারে আমি আশাবাদী।