বৃষ্টি থামলেও, কমছে না জলস্তর। বেশ কয়েক ঘন্টা ধরে জলমগ্ন গোটা এলাকা। ফলে চরম সমস্যার সম্মুখীন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ নেতাজি পল্লীর বাসিন্দারা।
প্রসঙ্গত, প্রতি বছরই বর্ষা শুরু হতেই দুর্ভোগের শিকার হতে হয় উক্ত এলাকার বাসিন্দাদের। কয়েক ঘণ্টার বৃষ্টিতে তিন দিন ধরে জলমগ্নই থাকল পুরো চত্বর। সড়কের পাশাপাশি জলমগ্ন এলাকাবাসীদের বাড়িও। কবে এই দুর্ভোগ দূর হবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় অল্প বৃষ্টিতেই নেতাজি পল্লীর একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এছাড়া এলাকায় পর্যাপ্ত নর্দমা না থাকায় জল যাওয়ার রাস্তাও নেই। ফলে বৃষ্টি কমলেও সড়ক, বাড়ি, ঘরদোরে প্রবেশ করা জলের স্তর কমে না।
নেতাজিপল্লী এলাকায় রয়েছে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িও। তবুও তিনি বাসিন্দাদের সমস্যা কথা শুনতে আসেন না এবং পরিদর্শনও করেন না বলে অভিযোগ বাসিন্দাদের। যদিও এলাকার পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা বলেন, "কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও এ নিয়ে দ্বারস্থ হব।"