নির্মাণের কাজ শেষ করে স্থায়ী পরিকাঠামোতে অগাস্ট মাসে বিচার প্রক্রিয়ার কাজ শুরু করার কথা ছিল। কিন্তু অ্যাপ্রোচ রোডের সমস্যা এখনও মেটানো হয়নি। তবে চলতি বছরই স্থায়ী পরিকঠামোতে সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়ার কাজ শুরু করা যাবে। রবিবার নির্মীয়মান স্থায়ী পরিকাঠামোর কাজ পরিদর্শনের পর এ কথা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।
এদিন বিচারপতি শম্পা সরকারের সাথে স্থায়ী পরিকাঠামোর কাজকর্ম পরিদর্শনের পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসন, পূর্ত দপ্তর এবং এই কাজের বরাত পাওয়া সংস্থার সাথে ছোটো একটি বৈঠক করেন তাঁরা। সেখানেও সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি পুনরায় একটি ডেডলাইন ঠিক করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বছর তিনেক আগে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকায় সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো তৈরির কাজ শুরু করা হয়। ওই পরিকাঠামো তৈরির জন্য ৪০.০৮ একর জমি দিয়ে ছিলো রাজ্য সরকার। বর্তমানে কোর্টের মূল ভবনের কাজ প্রায় শেষের পথে। রবিবার কাজের গতিপ্রকৃতি কী রয়েছে তা খতিয়ে দেখতে সেখানে হাজির হন, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি বিশ্বজিত বসু। তারা সেখানে গিয়ে আদালতের বেশ কিছু ঘর ঘুরে দেখেন। পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক সামা পারভিন, জেলা পুলিস সুপার খন্ড বাহালে উমেশ গণপত, পূর্ত দপ্তরের একাধিক সিনিয়র, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা।