সাসপেন্ডেড রেজিস্ট্রারের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ঘিরে উত্তেজন

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে প্রবেশ করলেন সাসপেন্ডেড রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মী ও ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে তিনি তার কার্যালয়ে ঢোকেন। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ে।

  প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গত কয়েকমাস ধরেই উপাচার্য ও রেজিস্ট্রারের মধ্যে বিরোধ চলছিল। এরপর রেজিস্ট্রারকে সাসপেন্ড করেন উপাচার্য। ঐ পদে অস্থায়ী রেজিস্ট্রার নিয়োগ করেন তিনি। এদিন সেই সাসপেন্ডেড রেজিস্ট্রার জোর করে বিশ্ববিদ্যালয়ে ঢোকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। যদিও সাসপেন্ডেড রেজিস্ট্রার ড. আব্দুল কাদের সাফেলী বলেন, তিনি পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী আজ তার ঘরে এসেছেন। ঘর আগে থেকে খোলা ছিল। তিনি তার কাজ করবেন।

  এ দিন প্রবেশের আগে বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরা সেলোটেপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভাঙচুর হয়েছে বেশ কিছু সিসিটিভি, যা নিয়ে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা সহ উঠছে বেশ কিছু প্রশ্ন।