সিপিআইএমের যৌথ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি।
এ দিন সিপিআইএমের যৌথ সংগঠন AIKS, CITU, AIAWU ও AIDWUA কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে ফসলের লাভজনক দাম , স্কুল শিক্ষা ব্যবস্থা ও গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো, দুর্নীতি ও দালাল চক্র বন্ধ করার দাবিকে সামনে রেখে জেলাশাসক দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। এ দিন জেলা সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে তারা মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে আসেন। পুলিশের পক্ষ থেকে তাদের বিক্ষোভ আটকানোর জন্য ব্যারিকেড তৈরি করা হয়। সেই ব্যারিকেড ভাঙতে যায় আন্দোলনকারীরা, যাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সমস্ত দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন এদিনের আন্দোলনকারীরা।