উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অব্যবস্থার বিরুদ্ধে এদিন হাসপাতালের সুপারকে স্মারকলিপি দেয় সিপিএম। তাদের অভিযোগ হাসপাতালে রোগীদের ঠিকমতো পরিষেবা মেলে না। এমনকি, মৃতের ময়না তদন্তের জন্য অন্যায়ভাবে টাকা নেওয়া হচ্ছে এরফলে অসুবিধায় পড়তে হচ্ছে মৃতের পরিজনেদের।
এদিন মেডিক্যাল মোড় থেকে মিছিল বের করা হয় সিপিএমের তরফে। মিছিলে নেতৃত্ব দেন সিপিএমের জেলা সম্পাদক জিবেশ সরকার, সুমন পাঠক প্রমুখ