সিপিএম ছেড়ে ভোটের মুখে তৃণমূলে যোগ

ভোটের আগে ফের দলবদল। সিপিএম ছেড়ে তিনজন পঞ্চায়েত  সদস্য সহ হাজারখানেক সিপিএম কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মুখ্যমন্ত্রীর উন্নয়নের শামিল হতে তৃণমূলে যোগ দিয়েছেন ৩ সিপিএম পঞ্চায়েত সদস্য দাবী তৃণমূলের। ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে পাল্টা দাবি সিপিএমের।                 

 

 

 হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত।      এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩। ১৭ টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। সিপিএমের দখলে ছিল চারটি আসন এবং কংগ্রেসের দখলে দুটি আসন। যার সিপিএম সদস্যের মধ্যে তিনজন সিপিএম সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করায় তৃণমূলের আসল সংখ্যা বেড়ে দাঁড়ালো কুড়ি। এই গ্রাম পঞ্চায়েতের ডাহুরা বালাপাথর , লাতাসি বুথের ৩ পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করে।

 

 

 

হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তাজমহল হোসেনের হাত ধরে এই দলবদল কর্মসূচি হয়। ভয় প্রলোভন দেখিয়ে দলবদল করানো হয়েছে পাল্টা কটাক্ষ সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌসের।