সিভিক ভলেন্টিয়ারকে মারধর! প্রতিবাদে বিক্ষোভ

সিভিক ভলেন্টিয়ারকে লাঠি চার্জের অভিযোগ উঠলো পুণ্ডিবাড়ি থানার পুলিশ আধিকারিকের  বিরুদ্ধে। প্রতিবাদ জানাতে মঙ্গলবার পুন্ডিবাড়ী থানার সামনে বিক্ষোভে বসলেন সিভিক ভলেন্টিয়ার।

  এ প্রসঙ্গে উল্লেখ্য, সন্তোষ দাস নামে ওই সিভিক ভলেন্টিয়ারের দাবি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করা হয়েছে। এই বিষয়ে তিনি জানান, কাল রাত প্রায় ১টা-দেড়টা নাগাদ নাইট ডিউটিতে ছিলেন এসআই কৃষ্ণ বর্মনের সাথে।  কোনো কারণ ছাড়াই পুণ্ডিবাড়ি থানার মেজোবাবু চন্দ্রনাথ বটব্যাল সহ আরও দুই পুলিশ আধিকারিক তাকে মারধর করেন। এবং তারপর নিজেরাই পুণ্ডিবাড়ি সরকারি হাসাপাতালে নিয়ে যান। এবং এখানেই শেষ নয়, সেখানে চিকিৎসককে দিয়ে কাজ চলাকালীন নেশাগ্রস্ত অবস্থায় থাকার ভুয়ো রিপোর্ট তৈরি করেন বলে অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের। পুরো মিথ্যে বিষয়টির প্রতিবাদ জানাতেই আজ পুন্ডিবাড়ি থানার সামনে বিক্ষোভে বসেছেন।