সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন এক যুবতী। গতকাল রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের আদর পাড়া এলাকায়। বছর একুশের ঐ যুবতীর লিখে যাওয়া সুইসাইড নোট এবং পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করেছে শহরের অরবিন্দ নগর এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক দেবরাজ তলাপাত্র নামের এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, মৃত যুবতী এবং তার পরিবার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত। ওই একই প্রতিষ্ঠানে দীক্ষিত ছিল ঘটনায় অভিযুক্ত ব্যক্তি দেবরাজ তলাপাত্র। এ কারণে যুবতীর বাড়িতে যাতায়াত ছিল তার। এদিন মৃত যুবতীর বাবা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানে দীক্ষিত হওয়ার কারণে প্রায় দিনই অন্যান্যদের সাথে তাদের বাড়ি আসতেন দেবরাজ। গত ১ বছর থেকে তার যাতায়াত বেড়ে গিয়েছিল। কিন্তু তার মেয়ের সাথে দেবরাজের কোন সম্পর্ক থাকতে পারে, তা কোনো ভাবেই কল্পনা করতে পারেননি তিনি। কারণ দেবরাজ নিজে বিবাহিত এবং তাঁর দুটি সন্তান রয়েছে। কিন্তু ঘটনার পরে, সুইসাইড নোট এবং হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এই সমস্ত তথ্য সামনে এসেছে। যুবতীর বাবা জানান, তিনি তখন কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন, স্ত্রীও বাড়িতে ছিলেন না। এরই মধ্যে, একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তার মেয়ে।
এদিকে মৃতার সাথে যোগাযোগ ছিল এই কথা স্বীকার করেছে অভিযুক্ত দেবরাজ তলাপাত্র। তবে সুইসাইড নোটে তাকে দায়ী করা হয়েছে, এটা ঠিক বুঝে উঠতে পারছেন না। তিনি পুলিশকে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়েছেন বলে জানান। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, সুইসাইড নোটের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনা দেবার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।