“আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি একটা সাপ। ছোট ছোট ইঁদুর ধরি…”- কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে কোচবিহারের পুন্ডিবাড়িতে সভা করতে এসে জনগণের উদ্দেশ্যে ফিল্মি কায়দায় নিজেরই সিনেমার সংলাপ বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
গতকাল সোমবার আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে রোড শো করেন। এরপর এদিন দুপুরে কোচবিহার -২ ব্লকের পুন্ডিবাড়ি চৌপথিতে আসেন। সেখানে তাকে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, “এই ভোট দেশ গড়ার ভোট। তাই ভোট দেওয়ার আগে ৫ মিনিট ভেবে তারপরে ভোট দেবেন। আপনারা বিজেপিকে ভোট দিন। আমরা সুন্দর বাংলা উপহার দেব। এটা মোদিজির গ্যারান্টি।”