সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি কোচবিহারে

কোচবিহার সদর ট্রাফিক ও পুণ্ডীবাড়ি ট্রাফিক যৌথ উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করা হলো । 

  শনিবার কোচবিহার গুঞ্জবাড়ি থেকে এই কর্মসূচিকে সামনে রেখে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কোচবিহার খাগড়াবাড়ি পর্যন্ত যায়। সেখানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এদিনের মিছিল ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। 

  এদিন এই অনুষ্ঠান, পাশাপাশি কোচবিহার চকচকা ও রাজারহাট এলাকায় দুটি বৈদ্যুতিক সিগন্যালেরও শুভ উদ্বোধন করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। অনুষ্ঠানে কোচবিহার জেলা পুলিশ সুপার বলেন, "সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষকে সচেতন করা। তবে মানুষকে নিজে থেকেই সচেতন হতে হবে, পুলিশের ভয়ে নয়।"