গরমের ছুটিতে কিছু দিন বন্ধ ছিল স্কুল। এরপর স্কুল খুলতেই দেখা যায়, সিলিং ফ্যান সহ খোয়া গিয়েছে স্কুলের একাধিক জিনিস পত্র। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি বৈকুন্ঠপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনায় গত ৪ জুন শিলিগুড়ির ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একটি টোটো ও চুরি যাওয়ার সামগ্রী সমেত একজনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম গোপাল মণ্ডল, বয়স ২৯। সুভাষপল্লী, লিচু বাগান এলাকায় তার বাড়ি।
অভিযুক্তকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে । গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ভক্তি নগর থানার পুলিশ।