স্কুলের তালা ভেঙ্গে সামগ্রী চুরি

আলিপুরদুয়ার পুরসভার অরবিন্দ নগর ১ নং প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য! ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ আলিপুরদুয়ার থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করল বিদ্যালয় কর্তৃপক্ষ। 

  জানা গিয়েছে, এ দিন সকালে বিদ্যালয়ের দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা। খবর জানাজানি হতেই শিক্ষিকা ও অন্যান্য কর্মীরা সেখানে পৌঁছে দেখেন, দরজার কড়া, আলমারির দরজা ভাঙ্গা। যদিও ঠিক কোন কোন সামগ্রী চুরি গেছে, সে বিষয়ে কেউই নিশ্চিত নন।