স্কুলে ভর্তির নামে প্রতারণা, সঙ্গী সহ গ্রেফতার গৃহ শিক্ষিকা

স্কুলে ভর্তি করিয়ে দেবার নাম করে প্রতারণার অভিযোগ উঠল গৃহ শিক্ষিকার বিরুদ্ধে। শহর শিলিগুড়ির এক স্কুলের তরফে এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। গ্রেফতার হলেন ঐ গৃহ শিক্ষিকা। অভিযুক্ত গৃহ শিক্ষিকার নাম মেঘনা সাহা। তার সঙ্গে সৌম্যদীপ সাহা নামে এক ব্যক্তিকেও এই কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
  পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ির একটি স্কুলে ভর্তি প্রক্রিয়া চলছে। সেখানেই দেখা যায় এক পড়ুয়ার অভিভাবক ভুয়ো এডমিশন স্লিপ নিয়ে স্কুলে হাজির হন। এরপরই  অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে, এক গৃহ শিক্ষিকা ভর্তির নাম করে এই স্লিপ তুলে দিয়েছেন। এরপরই গতকাল রাতে স্কুলের তরফে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ  ঐ গৃহ শিক্ষিকা মেঘনা সাহা সহ এই কাজে জড়িত থাকার অভিযোগে তার আরেক সঙ্গী সৌম্যদীপকে গ্রেফতার করে। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।