স্কুল পরিদর্শন করে নতুন বিল্ডিং নির্মাণের আশ্বাস

"প্রদীপের নীচেই অন্ধকার", কোচবিহার নিউ টাউন গার্লস হাই স্কুল পরিদর্শন করে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার উন্নয়ন মন্ত্রী, কোচবিহারের নব নির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও তৃণমূল-কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে একটি টিম কোচবিহার নিউ টাউন গার্লস হাই স্কুল পরিদর্শন করে। এই স্কুলের ঠিক উল্টো দিকে রয়েছে জেলা তৃণমূল-কংগ্রেস পার্টি অফিস। স্কুলের বেহাল অবস্থা দেখেই এমন মন্তব্য করে বসলেন মন্ত্রী উদয়ন গুহ। 

  কোচবিহারের ঐতিহ্যবাহী পুরোনো স্কুলগুলোর মধ্যে অন্যতম এই নিউটাউন গার্লস হাই স্কুল। বর্তমানে স্কুলের বিল্ডিং-এর অবস্থা খুবই খারাপ রয়েছে। বেহাল দশার ক্লাস রুমগুলোতে ঠিক মতো পড়াশোনা করতে পারছে না ছাত্রীরা। তাই দু'টো শিফটে স্কুল চালাতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে । শুক্রবার মন্ত্রী উদয়ন গুহ'র নেতৃত্বে স্কুল পরিদর্শন করে সমস্ত বিষয়ে খোঁজখবর নেয় ঐ দল। দ্রুত যাতে স্কুলের ক্লাস রুমগুলো তৈরি করে দেওয়া যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ।

  এ দিন উন্নয়ন মন্ত্রী বলেন, "দপ্তর থেকে এই স্কুলের বিল্ডিং-এর নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে দু'টি ঘর করে দেবার ব্যবস্থা করা হচ্ছে। যত দ্রুত যে দপ্তর‌ই হোক না কেন, এই বিদ্যালয়ে নতুন করে ঘর তৈরি ব্যবস্থা করা হবে।"