স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায়, বাপের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায়।
গতকাল স্বামী আশরাফুল হক (২৭)-এর সাথে বাপের বাড়িতে আসেন আঙ্গুরা বিবি (২৬)। স্ত্রীকে কুপিয়ে খুনের বিষয়টি জানাজানি হতেই ভোর রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।
জানা গেছে, পুখুরিয়া থানার পরানপুরের বাসিন্দা আঙ্গুরা বিবির সাথে সাত বছর আগে বিয়ে হয় ওই এলাকারই কদমতলি এলাকার বাসিন্দা আশরাফুল হকের। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে স্ত্রীর সাথে বিবাদ লেগে থাকত। সম্প্রতি সেই বিবাদ চরমে ওঠে। গতকাল স্বামী ও দুই সন্তানকে সাথে নিয়ে বাপের বাড়িতে আসেন আঙ্গুরা। রাতে খাওয়া-দাওয়ার পর ছয় মাসের কন্যা সন্তানকে নিয়ে স্বামীর সাথে ঘুমোতে যান তিনি। এরপর ভোররাতে বাড়ির গেটের সামনে থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।
এই ঘটনায় স্বামী আশরাফুলের বিরুদ্ধে পুখুরিয়া থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।