হকার উচ্ছেদ করে ফুটপাথ দখলমুক্ত করার মুখ্যমন্ত্রীর নির্দেশ জারি হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হকার সার্ভের কাজ শুরু হয়। শহরে হকারের পরিসংখ্যান জানতে শিলিগুড়িতেও চলছে সার্ভে। এরই মাঝে এবার হকার সার্ভের ফর্ম বিলি করে টাকা আদায়ের ঘটনা সামনে এল। যদিও বিষয়টি পুরোপুরিভাবে অজানা, দাবি পুরনিগমের।
প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের বিধান রোড এলাকার ফুটপাথ ব্যবসায়ীদের হকার সার্ভের ফর্ম দিয়ে কারুর থেকে ১০০, আবার কারুর থেকে ২০০ বা ৩০০ টাকা আদায় করা হয় বলে ওঠে অভিযোগ। জানা যাচ্ছে, সার্ভে ফর্মে নাকি পুরনিগমের নাম উল্লিখিত! ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কে বা কারা টাকা আদায় করছে? পুরনিগমের অজান্তেই কি কোনও চক্র সক্রিয়? উঠছে প্রশ্ন।
এই পরিস্থিতিতে পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার অবশ্য জানিয়েছেন, ফর্মের জন্য কোনও ব্যবসায়ীকে কোনও টাকা দিতে হবে না৷