নদীতে ভেসে আসা মৃত হরিণ কেটে মাংস রেঁধে খাওয়ার অপরাধে গ্রেফতার হল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অসম সীমান্তবর্তী বারোবিশাতে।
সোমবার রায়ডাক নদীতে বালি পাথর তোলার কাজ করার সময় একটি হরিণ ভেসে আসতে দেখেন কয়েকজন শ্রমিক। সঙ্গে সঙ্গে সেই হরিণটিকে উদ্ধার করেএ নদীর চরেই সেটিকে কেটে মাংস ভাগ করে যে যার বাড়ি নিয়ে যায়। সূত্র মারফত খবর পেয়ে রাতে সেই মাংস রান্না করে ভোজের আয়োজনের সময় রেঞ্জ অফিসার প্রভাত বর্মনের নেতৃত্বে হানা দেন ভলকা রেঞ্জ অফিসের বন কর্মীরা। এক বাড়ি থেকে গ্রেফতার করা হয় বাড়ির মালিক মদন বর্মন (৬২)কে। খবর পেয়ে পালিয়ে যায় বাকিরা।
এরপর রাতে ফের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ২১ বছর বয়সী প্রেমসাগর রাজভরকে। রান্না করা মাংস উদ্ধার করে নিয়ে যান বন কর্মীরা। দুই অভিযুক্তকে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পেশ করে বন দফতর। পাশাপাশি রান্না করা মাংস ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।