হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জনবসতি, শিশু শিক্ষা কেন্দ্র

বর্ষা শুরু হতেই বনাঞ্চল লাগোয়া জনবসতি এলাকায় বেড়ে গিয়েছে হাতির উপদ্রব। গতকাল রাতে আলিপুরদুয়ারের পোড়ো জঙ্গল লাগোয়া ফোসকাডাঙ্গা রাভা বস্তি এলাকায় ৪-৫টি হাতির একটি  দল গ্রামে ঢুকে যায়। বৃষ্টির শব্দে টের পাননি এলাকাবাসীরা।


   সকালে উঠে বেশ কয়েকটি বাড়ির ঘর, এমন কি গ্রামের একমাত্র শিশু শিক্ষা কেন্দ্রটিরও ভাঙাচোরা অবশিষ্ট অংশ নজরে আসে। সাথে ঐ শিশু শিক্ষা কেন্দ্রের ঘরে রাখা চাল, ডাল সব কিছুই সাবার করে চলে যায় হাতির দল। স্বাভাবিকভাবেই হাতের এই তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসী। তবে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছে বনদপ্তর।