হাত বদলের আগে নম্বর প্লেট বিহীন বাইকের ভেতর থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করলো বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। জানা গিয়েছে, বাগডোগরার সিঙ্গিজোড়া চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ে ২ সড়কে অভিযান চালায় পুলিশ। ব্রাউন সুগার সহ গ্ৰেফতার করা হয় ৩ জনকে। ধৃতদের কাছ থেকে ৮১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
পুলিশি জেরায় জানা যায়, নকশালবাড়ির বাসিন্দা বিমল ঘোষের কাছে ওই বিপুল পরিমাণ ব্রাউন সুগার হাত বদল করতে আসে মালদা কালিয়াচকের বাসিন্দা ইমরান শেখ ও রমজান শেখ। ঘটনায় তাদের পাশাপাশি গ্ৰেফতার করা হয়েছে বিমল ঘোষকেও। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের রিমান্ডে এনে পুরো ঘটনার তদন্ত করবে বাগডোগরা থানার পুলিশ।