দালাল চক্রের দৌরাত্ম্য আটকাতে হাসপাতালে অভিযান চালানোর কোচবিহার পুলিশ।এদিন কোচবিহার কোতওয়ালী থানার আই সি তপন পালের নেতৃত্বে পুলিশের একটি টিম MJN মেডিক্যাল কলেজ হাসপাতালের আউডোর বিভাগ, মাতৃমা ও জরুরি বিভাগ এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। মূলত বিভিন্ন সময় রক্ত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে হাসপতালে দালাল চক্রের অভিযোগ ওঠে। সেইমতো এদিন পুলিশ অভিযান চালায় বলে মনে করা হচ্ছে। তবে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশ