হাসপাতাল নির্মাণে নিম্নমানের সামগ্রী, আন্দোলনে গ্রামবাসীরা

সরকারি কাজে  নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। বন্ধ করে দেওয়া হল গ্রামীণ হাসপাতালের সংস্কার ও নতুন ভবন তৈরীর কাজ। ঘটনা ঘিরে আজ সকাল থেকেই দফায় দাফায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রামীণ হাসপাতাল এলাকায়।

  জানা যায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এই গ্রামীণ হাসপাতাল। ঠিকঠাক পরিষেবা পেতান না গ্রামবাসীরা। অবশেষে মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের উদ্যোগে প্রায় ৫৯ লক্ষ টাকা ব্যয়ে শুরু হয়েছিল এই গ্রামীণ হাসপাতাল সংস্কার এবং নতুন ভবন তৈরির কাজ। গ্রামবাসীদের অভিযোগ, এই কাজে যে সমস্ত ইঁট এবং সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তা একেবারে নিম্নমানের‌। তাছাড়া সিডিউল মেনে কাজ করা হচ্ছে না। তাদের দীর্ঘদিনের দাবী‌ ও স্বপ্ন ছিল এই গ্রামীণ হাসপাতাল যাতে ঢেলে সাজানো হয়। কারণ গ্রামের কেউ অসুস্থ হলে প্রায় ১৫ কিলোমিটার দূরে মানিকচক যেতে হত। অবশেষে কাজও শুরু হয়। কিন্তু তারা হতাশ। একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তাই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা কাজ বন্ধ করে দিয়েছেন।

  এ বিষয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অভীক শংকর কুমার জানান, এ নিয়ে তাঁরা লিখিত অভিযোগ পাননি। তবে মৌখিকভাবে বিষয়টি শুনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।