১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিবাদ। সিপিএমের পঞ্চায়েত সদস্য, তার ছেলে এবং এক কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মী এবং তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। পাল্টা সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। ঘটনায় আহত দু পক্ষের ৫। সিপিএমের স্থানীয় পঞ্চায়েত সদস্য লতিফুর রহমানের অভিযোগ তৃণমূল কর্মী আলফাজ হোসেন এবং তার পরিবারের লোকেরা ১০০ দিনের কাজ করেননি। কিন্তু টাকা প্রাপকদের তালিকায় তাদের নাম রয়েছে। সেই ঘটনায় শনিবার রাত ন'টায় তিনি চায়ের দোকানে আলোচনা করছিলেন। সেই সময় আলফাজ হোসেনের পরিবারের লোকেরা চড়াও হয় তার উপর। তাকে,তার ছেলে মিজানুর রহমান এবং এক কর্মী শেখ আলমকেও মারধর করা হয়। তিনজনেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মী আলফাজ হোসেনের পাল্টা দাবি, সিপিএমের পঞ্চায়েত সদস্য লতিফুর রহমানের সঙ্গে তার অনুগামীরা তার পরিবারের দুই সদস্য আলাউদ্দিন এবং মহিদুল কে মারধর করেছে। তারা ১০০ দিনের কাজ করেছিল বলেই তালিকাতে নাম রয়েছে। ব্লক থেকে সেটা ভেরিফিকেশন হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। উত্তেজনা রয়েছে এলাকায়। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জব কার্ডে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিয়ে নিশানা সিপিএমের। পাল্টা সাফাই তৃণমূলের।