২টি ভিন্ন ব্রাউন সুগার পাচারের ঘটনায় মোট গ্রেপ্তার ৩

কোটি টাকার ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেফতার এক মাদক ব্যবসায়ী। তদন্তে নেমে গ্ৰেপ্তার আরো এক।

  জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ৯ ই জুলাই খড়িবাড়ির উত্তর রামধন জোতে এস‌এসবির ৪১নং ব্যাটেলিয়নের জওয়ানরা ১ কেজি ৭৩০ গ্রাম ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের রহমত শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করে। এরপর তাকে খড়িবাড়ি পুলিশ হাতে তুলে দেয়। ধৃত রহমত শেখকে শিলিগুড়ি মহকুমা আদলতে তোলা হলে তাকে রিমান্ডে নিয়ে সোমবার  আরো ১ যুবককে গ্ৰেপ্তার করেছে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম গৌতম বর্মন, সে উত্তর রামধন জোতের বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদলতে  তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ৯ জুলাই ধৃত রহমত মুর্শিদাবাদ থেকে ব্রাউন সুগার নিয়ে গৌতমকে পাচারের উদ্দেশ্যে ছিল। ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না, তার তদন্তে নামবে পুলিশ।

 অন্যদিকে, সোমবার রাতে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন কোয়ার্টার মোড়ে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ২ যুবককে আটক করে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতরা হল বিশাল সাহা (২০) ও রজত সাহা (২৫), দু'জনেই শিলিগুড়ির আঁশিঘরের বাসিন্দা। তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে ৫৬০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে তাদের খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সুত্রে খবর, ধৃতরা আঁশিঘর থেকে মাদক কিনতে এসেছিল। সূত্র মারফত খবর পেয়ে ২ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে।