২০০ চারাগাছ লাগিয়ে টুকরিয়াঝাড় বন দফতরের উদ্যোগে বনমহোৎসব

রাজ্যে জুড়ে চলছে অরণ্য সপ্তাহ উদযাপন। ২০০টি চারাগাছ রোপণের মাধ্যমে নকশালবাড়ি টুকরিয়াঝাড় বন দফতরের উদ্যোগে পালিত হল বনমহোৎসব। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে দ্বারাবকাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
  উপস্থিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, পরিবেশ দূষণ রোধের বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতেই সপ্তাহব্যাপী এই কর্মসূচি বিভিন্ন রেঞ্জে পালন করা হচ্ছে। এদিনের কর্মসূচিতে অংশ গ্রহণ করা ২ শিক্ষার্থী ও ফরেস্ট গার্ডকে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো, রানিগঞ্জ পানিশালী প্রধান সান্ত্বনা সিংহ, টুকরিয়াঝাড় রেঞ্জার সুরজ মুখিয়া, এছাড়াও টিপিসিএলের সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।