৪৮ ফুট উচ্চতার শিব মন্দিরকে কেন্দ্র করে উম্মাদনা জলপাইগুড়িতে

বেদি থেকে উচ্চতা প্রায় ৪৮ ফুট। আর তার সাথে মানানসই করেই তৈরি করা হয়েছে বাহনের উচ্চতা এবং দৈর্ঘ প্রস্থ।  সম্পুর্ন কংক্রিটের তৈরি এই বৃহদাকার শিব মুর্তিকে কেন্দ্র করে আজ মহাশিব চতুর্দশীতে পূন্যর্থীদের ঢল শুরু হয়ে গেলো জলপাইগুড়ির বহাদুর গ্রামপঞ্চায়েতের ভূষাপাড়া ঠাকুর বাড়ি এলাকায় শিব মন্দিরে। শুধু তাই নয় শিব চতুর্দশী উপলক্ষে বসা একাধিক করমারি দোকান, নাগরদোলা, সহ একাধিক মনোরঞ্জনের সামগ্রী গ্রাম্য মেলার রুপ দিয়েছে। 


জায়গাটা, জলপাইগুড়ি শহর থেকে ৭ কিলোমিটার দূরে,। পাশেই পাঙ্গা নদি বয়ে গিয়েছে। শীতের সময় ওই জায়গা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করায় স্বাভাবিক ভাবেই অনেক আগে থেকেই সাধারন মানুষের কাছে পরিচিত এই জায়গা। এবার স্থানীয় মানুষের উদ্যোগে এই বৃহদাকার শিব মুর্তি তৈরি করায় গত বছর থেকে শিব ভক্তদের কাছে  আরো বেশী করে গ্রহ্ন যোগ্য হয়ে উঠেছে।  ভুষা পাড়া /বানিয়া পাড়া এই শিব মন্দির কমিটি পক্ষ থেকে জানান হয়েছে ১৮ মাস ধরে এই মুর্তি তৈরি করার পরে গত বছর ফেব্রুয়ারি মাসে মহা সমারহে এই মুর্তির উদ্বোধন করা হয়। তার পর থেকে সারা বছর ধরেই পুন্যার্থীদের আগমন হয়। মন্দির কমিটির সভাপতি তপন রায় বলেন  তবে গত বছর এই মন্দিরে শিব চতুর্দশী উদযাপন করা হয়েছিলো। এবার তা দ্বিতীয় বর্ষে পড়েছে। গত বছরের তুলনায় এবার ভক্তদের আগমন আরো বেশী হবে বলে মনে করা হচ্ছে। তবে জল ঢালার জন্য পৃথক একটি গর্ভ গৃহ তৈরি করা হয়ছে।