প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল কোচবিহারে লোকসভা নির্বাচন। আগামী সপ্তাহে নির্বাচনী প্রচারে দেখা যাবে হেভিওয়েট নেতা মন্ত্রীদের। আগামী ৪ ঠা এপ্রিল কোচবিহারে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের আমন্ত্রণে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোচবিহার রাসমেলা ময়দানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। আর তার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হতেই রবিবার কোচবিহার রাসমেলা ময়দান পরিদর্শনে গেলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য পরিদর্শক মঙ্গল পান্ডে, কোচবিহার বিজেপি জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।