৫ লক্ষ টাকার ওয়াটার সাপ্লাইয়ের সামগ্রী চুরি, ধৃত ৩

দাগাপুরে একটি অ্যাপার্টমেন্টে চুরির ঘটনায় গ্রেফতার ৩। উদ্ধার হল চুরি যাওয়া সামগ্রী। ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।  সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। 
  পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ ফারুক, আকাশ মুন্ডা ও মহুম্মদ শাহিদুল। জানা গিয়েছে, গত রবিবার  দাগাপুর সংলগ্ন একটি অ্যাপার্টমেন্টের ভেতর থাকা স্টোর রুম থেকে ওয়াটার সাপ্লাইয়ের প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী চুরি যায়। এরপরই ওই অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষের তরফে রবিবার মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় তদন্তে নেমে শুক্রবার রাতে শালবাড়ি এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি  উদ্ধার করে চুরি যাওয়া সামগ্রীও। ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।