৭৭,৭০৮ ভোটে জিতে উত্তর মালদায় গেরুয়া বহাল রাখলেন খগেন

প্রাপ্ত ভোট, ৫,২৭,০২৩। গেরুয়া শিবিরের নেতা হলেও  বামফ্রন্টের এককালীন সক্রিয় নেতা হওয়ার সুবাদে স্থানীয় সংখ্যালঘু মানুষের সঙ্গেও বজায় রয়েছে সুসম্পর্ক। যার সুফল তিনি ভোটে পেয়েছেন বলে মনে করা হচ্ছে। আবার তাঁর নিজস্ব আদিবাসী ভোটব্যাংকও রয়েছে এলাকায়। পাশাপাশি মালদা আসনে তৃণমূল-কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বও তাঁর জয়ের পথ প্রশস্ত করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কথা হচ্ছে উত্তর মালদার বিজয়ী প্রার্থী খগেন মুর্মু প্রসঙ্গে। তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ৭৭,৭০৮ ভোটে পরাজিত করে প্রত্যাশামতোই উত্তর মালদা আসনে জিতলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। জেতার পর প্রাথমিক প্রতিক্রিয়া কী বিজয়ী প্রার্থীর?