কর্মজীবন শুরু হয়েছিল পুলিশের চাকরি দিয়ে। শিক্ষকতার টানে পরীক্ষায় বসে পাশ করে যান একবারেই। দীর্ঘ ২২ বছর ধরে শিক্ষাক্ষেত্রে অবদানের কারণে এবছর ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত হচ্ছেন বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য।
১৯৯৯ সালে পুলিশের চাকরি পান। সাব ইন্সপেক্টর পদে ছিলেন। কিন্তু ছোট থেকে মনে-প্রাণে চাইতেন ছাত্র-ছাত্রীদের পড়াতে। ২০০২ সালে তাই বসেন এসএসসিতে এবং উত্তীর্ণ হন। সেই থেকে শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদের পথ-প্রদর্শক হিসেবে শুরু পথচলা। বর্তমানে জয়ব্রত বাবুর লক্ষ্য, চা বলয়ের ছেলে-মেয়েদের শিক্ষিত করার পাশাপাশি স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করা।