গোপন সুত্রে খবর পেয়ে বাসে তল্লাশি

মাথাভাঙ্গায়  ফের উদ্ধার হল গাঁজা।এদিন দিনহাটা শিলিগুড়ি গামী বেসরকারি যাত্রীপরিবাহী একটি বাস থেকে উদ্ধার হয় এই গাঁজা। পঞ্চানন মোড় এলাকায় দিনহাটা থেকে শিলিগুড়ি গামী একটি বাসে গাঁজা পাচারের খবর আসে পুলিশের কাছে, তারপরেই শুরু হয় তল্লাশি। বাসে থাকা সমস্ত ব্যাগের মালিকের হদিস মিললেও একটিম ব্যাগের মালিক ছিল না। আর সেই মালিকহীন ব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজা। পুলিশ সূত্রে খবর নাকা চেকিংয়ে বাসে তল্লাশি  চালিয়ে ব্যাগ থেকে প্রায় ২ কেজি ১৬৭ গ্ৰাম গাঁজা। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।