লোকসভা ভোটের আগে রাস্তা নিয়ে মালদায় রাজনীতি তুঙ্গে উঠেছে। গতকালই তিন ঘণ্টার ব্যবধানে একই রাস্তার উদ্বোধন নিয়ে জেলা জুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাম-কংগ্রেসের জন প্রতিনিধিদের বাদ দিয়ে ,বিশাল পুলিসের উপস্থিতে মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তার শিলান্যাস করল তৃনমূল কংগ্রেস।পথশ্রী প্রকল্পের অধীনে ১০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ২৬০ মিটার রাস্তার শিলান্যাসে এদিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লকের সভাপতি তথা জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন, জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ও হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডল।শিলান্যাস কে কেন্দ্র করে দ্বিতীয়বার যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের ও এসডিপিও সোমনাথ সাহার নেতৃত্বে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। উল্লেখ্য,গত শনিবার এই রাস্তার শিলান্যাস কে ঘিরে বাম কংগ্রেস ও তৃনমূলের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষকে শান্ত করতে গিয়ে বিডিও সৌমেন মন্ডলের হাত কেটে যায়।যার ফলে শিলান্যাস স্থগিত করতে বাধ্য হয় বিডিও।এরপর সমস্যার সমাধান করে এদিন তৃনমূলের নেতৃত্বরা শিলান্যাস করলেন।
জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন পথশ্রী তিন প্রকল্পের অন্তর্গত এই রাস্তার শিলান্যাস হল।সিপিএম এর কিছু নেতা সেদিন মানুষকে ভুল বুঝিয়ে গন্ডগোল পাকিয়েছিল।পথশ্রী তিন প্রকল্পের বোর্ড দেখে এলাকার মানুষ বুঝতে পেরেছে মমতা ব্যানার্জির বরাদ্দকৃত অর্থে কাজ হচ্ছে।বিডিও সৌমেন মন্ডল জানান, এদিন পুলিশের উপস্থিতিতে শান্তি-শৃঙ্খলা ভাবে রাস্তার শিলান্যাস হয়েছে।এলাকার মানুষ এতে খুশি।