আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ডি সি আর সি তে সকাল থেকেই আসতে শুরু করেছে ভোট কর্মীরা। জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার লোকসভার মোট বুথ রয়েছে ১৮৬৭ টি। প্রধান বুথ ১৮৫৮ টি। অক্সিলারি বুথ রয়েছে ৯টি। লোকসভা কেন্দ্রের মোট ভোটার ১৭ লক্ষ ৭২ হাজার ৮৭৭ জন। পুরুষ ভোটার ৮ লক্ষ ৮৮ হাজার ৭৯৮ জন। মহিলা ভোটার রয়েছেন ৮ লক্ষ ৮৪ হাজার ১৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬৪ জন। শান্তিপূর্ণ নির্বাচন করাতে কেন্দ্রীয় বাহিনী এসেছে ৬৩ কোম্পানি।