স্ত্রীকে হাতুড়ির আঘাতে খুনের ঘটনায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিলো জলপাইগুড়ি জেলা আদালত। শনিবার আদালতে অ্যাডিশনাল ফোর্থ কোর্টের বিচারক রিন্টু সুর অভিযুক্ত ওই ব্যক্তি গৌতম বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একবছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক।
২০০৬ সালে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া কালিবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী গৌতম বিশ্বাসের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় জহুরি তালমা এলাকার বাসিন্দা বীরেন্দ্র দাসের মেয়ে আঁখি দাস। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত।
এদিন জলপাইগুড়ি জেলা আদালতের সহকারি সরকারি আইনজীবী তপন গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান, স্ত্রীয়ের ওপর শারীরিক অত্যাচার চালাতো গৌতম। ২০২০ সালের জানুয়ারি মাসে মেরে স্ত্রী’র হাত ভেঙ্গে দেয়। এরপর ওই বছর ২০ শে অগাস্ট আঁখি দেবী ঘুমিয়ে পড়লে রাতে ঘুমন্ত অবস্থায় তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে, যার ফলে ওই অবস্থাতেই মৃত্যু হয় তার। যদিও ওই ঘটনার পরে নিজেই কোতয়ালী থানায় গিয়ে ঘটনার কথা জানায় গৌতম। ঘটনার ৪ বছর পর স্ত্রীকে খুনের দায়ে তার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিলো জলপাইগুড়ি জেলা আদালত।