হাসিমারাতে শুট আউট, স্বর্ণ ব্যবসায়ীকে তাক করে গুলি

বুধবার রাতে দোকান বন্ধ করে ঘরে ফিরছিলেন হাসিমারা এলাকার স্বর্ণ ব্যবসায়ী রামপ্রবেশ সা। বাইকে করে এসে এক তাঁর ওপর আক্রমণ করে দুষ্কৃতীরা। তার বাড়ির সামনে বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে তাক করে গুলি চালায়। সুত্রের খবর, দুই রাউণ্ড গুলি চলে। বর্তমানে ওই স্বর্ণ ব্যধবসায়ী হাসিমারা বায়ুসেনা হাসপাতালে চিকিৎসাধীন।