আলিপুরদুয়ারে ভোটের আগে হাসপাতাল তৈরি নিয়ে ধন্দ

প্রার্থী বদল হওয়ায় হাসপাতাল তৈরি নিয়ে ধন্দ তৈরি হয়েছে আলিপুরদুয়ারে।  আলিপুরদুয়ার থেকে বিজেপির জন বার্লা জেতার পর তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের মন্ত্রী হওয়ার পরই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ হয় ওই হাসপাতাল তৈরির জন্য। রেলের জমিতে হাসপাতাল তৈরির জন্য জায়গা পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রেলের আধিকারিকরা। ভোটের আগে ওই হাসপাতালের শিলান্যাস করার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। পরে অবশ্য শিলান্যাসের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। এরপরই ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় আলিপুরদুয়ার কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে আর তাতে নাম নেই জন বার্লার। এতেই নতুন ওই হাসপাতাল তৈরি নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বিরোধীরা ভোটের আগে এই ইস্যুতে সরব হয়েছে। যদিও এলাকার বিজেপি প্রার্থী মনোজ টিগগা বলেন, ভোটের পরেই হাসপাতাল তৈরির কাজ শুরু হবে।


Warning: include(layout/quick1.php): Failed to open stream: No such file or directory in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144

Warning: include(): Failed opening 'layout/quick1.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php82/root/usr/share/pear') in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144