কমছে পেট্রোল, ডিজেলের দাম, পেট্রোল পাম্পে ভিড় আম জনতার

বিগত সময় দেখা গিয়েছে, দিন প্রতি দিন প্রায় ৭৫ টাকা লিটার পেট্রোল থেকে সেঞ্চুরি হাঁকিয়ে বসে পেট্রোলের দাম। অবশ্যই তেলের দাম বাড়লে সমস্যায় পড়তে হয় আমজনতাকে। তবে লোকসভা ভোটের প্রাক্কালে কমল প্রেট্রোল ও ডিজেলের দাম। জানা গিয়েছে, লিটার প্রতি ২ টাকা দাম কমেছে। এই দাম কার্যকরী হয়েছে শুক্রবার সকাল থেকে। খবর পেতেই শিলিগুড়ি সহ পাশ্ববর্তী এলাকার পেট্রোল পাম্প গুলিতে তেল ভরতে আসছেন আমজনতা।
  শুধু পেট্রোল ও ডিজেলের দাম নয়, দাম কমেছে রান্নার গ্যাসেরও। গত ৮ই মার্চ রান্নার গ্যাসের দাম কমানো হয়। আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে নারীদের প্রতি সন্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পরপর পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাটাকে ভোটের আগে টোপ দিচ্ছে এমনটাই মনে করছেন বিরোধীরা।


Warning: include(layout/quick1.php): Failed to open stream: No such file or directory in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144

Warning: include(): Failed opening 'layout/quick1.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php82/root/usr/share/pear') in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144