চাকরির দাবিতে সরব প্রাক্তন নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্যরা

চাকরির দাবিতে সরব হল নিষিদ্ধ সংগঠন KLO ও KLO লিঙ্ক ম্যান পাশাপাশি মাওবাদীরা । এদিন কোচবিহার প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে তাদের চাকরির দাবি জানান তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর KLO ও KLO লিংক মেনদের চাকরি দেবার ঘোষণা করেছিলেন । তবে দুই দফায় অনেকের রাজ্য সরকার হোম গার্ড এ চাকরি হলেও বর্তমান এখনো ১৫১ জন রয়েছে তাদের চাকরি হয়নি। KLO ও লিঙ্ক ম্যান ওয়েলফেয়ার কমিটির সদস্য নির্মল কুমার ইশোর এবং সাংবাদিক সম্মেলন করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেওয়ার কথা বলেছিলেন সেই মতো দুই দফায় অনেকের চাকরি হয়েছে । তবে 2021 সালের ১৫১ জন যারা রয়েছে আমরা জেলায় তাদের ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত কাজই হয়ে গিয়েছে । তারপরেও বছর তিনে চলে গেলেও আজও চাকরি হয়নি। বিষয়টি মুখ্যমন্ত্রীকে থেকে শুরু করে জেলা প্রশাসনকে বারবার জানানো হয়েছে । তবে কোনরকম চাকরি হচ্ছে না । এই মত এই ১৫১ টি পরিবার বর্তমানে আমরা অনেকটাই সমস্যার সম্মুখীন রয়েছি । তার কারণ আমরা পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করতে হয়। সেইমতো রাজ্য সরকার কোনোরকম পদক্ষেপ নিচ্ছে না আবার হয়তো হঠাৎ করে ডাক আসতে পারে তাই বাইরে যেতে পারছি না । তাই দ্রুত আমাদের চাকরির ব্যবস্থা করা হক । এই পরিবারের মধ্যে যদি কারো  কোন রকম অঘটন ঘটে তার জন্য দায়ী রাজ্য সরকার থাকব ।
          একই সঙ্গে মাওবাদীরা রয়েছেন যারা উত্তরবঙ্গে তারাও এতিম চাকরির দাবি জানান । মাওবাদীদের মধ্যে সিরাজুল ইসলাম জানান ২০০৯ সালে তাকে পুলিশ গ্রেফতার করেছিল । তার মত উত্তরবঙ্গের ছয় জন মাওবাদী রয়েছে । দক্ষিণবঙ্গে যে সমস্ত মাওবাদীরা রয়েছেন তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে তাহলে উত্তরবঙ্গে আমাদের কেন করা হবে না । যদি আমাদের দিকে সরকার না দেখে তাহলে আগামী দিনে পরিবার নিয়ে ধরনায় বসে আন্দোলনে নামবো ।


Warning: include(layout/quick1.php): Failed to open stream: No such file or directory in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144

Warning: include(): Failed opening 'layout/quick1.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php82/root/usr/share/pear') in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144