বিচারপতির পদ থেকে ইস্তফা অভিজিৎ গাঙ্গুলির

লোকসভা ভোটের আগে হিন্দু ভোট ব্যাঙ্কে নজর শাসক বিরোধী দলের। গতকালই মদন মোহন মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দিল্লি থেকে সোমবার কোচবিহারে ফেরেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। হাসিমারা সেনা ছাউনিতে নেমেই সেখান থেকে সড়ক পথে তিনি কোচবিহার পুন্ডিবাড়ি রাজারহাট হয়ে খাগড়াবাড়ি হয়ে মদনমোহন মন্দিরে পূজা দেন। তারপরই সেখান থেকে আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেন। 
পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। প্রার্থী তালিকা প্রকাশ হয়নি! তাতে কি?  লোকসভা নির্বাচন কোচবিহার কেন্দ্র বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে এদিন ১০১টি মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার সবার প্রথম কোচবিহারের কূল দেবতা মদনমোহন মন্দিরে পূজা দিয়ে মন্দিরে পূজা দেওয়ার কর্মসূচি শুরু করেন তৃণমূল জেলা সভাপতি। যদিও, বিজেপি তাদের এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব ।
                    রাজনৈতিক মহলের মত সংখ্যালঘু ভোট তৃণমূলের পাশে থাকলেও লোকসভা নির্বাচনে তৃণমূলের ভালো ফলের পথে অন্যতম অন্তরায় হিন্দু ভোট । কারণ এই হিন্দু ভোট ক্রমশই বিজেপির দিকে চলে যাচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারনা। হিন্দু ভোট ব্যাঙ্ক নিজেদের দখলে রাখতে মরিয়া ঘাসফুল শিবির। মন্দিরে পূজা দেবার কর্মসূচি নিয়ে তারা বিজেপিকে চাপে রাখতে চাইছে।  লোকসভা ভোটের আগে জমজমাট “হেরিটেজ সিটি” কোচবিহার। তবে, ঈশ্বরের আশীর্বাদ কে শেষ পর্যন্ত পাচ্ছেন তা অবশ্য সময়ই বলবে, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।


Warning: include(layout/quick1.php): Failed to open stream: No such file or directory in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144

Warning: include(): Failed opening 'layout/quick1.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php82/root/usr/share/pear') in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144