ভোটের আগে রাস্তার শিলান্যাস নিয়ে মালদায় তুঙ্গে রাজনৈতিক তরজা

সকালে বিজেপি, দুপুরে তৃণমূল। একই রাস্তার কাজের   শিলান্যাস ঘণ্টা তিনের ব্যবধানে। লোকসভা ভোটের মুখে পথশ্রী প্রকল্পের রাস্তার শিলান্যাসে বাজেপি,তৃণমূলের দড়ি টানাটানি চলল পুরাতন মালদার মহিষবাথানির হঠাৎ পাড়ায়। প্রথমে বিজেপির তরফে রাস্তার কাজের শিলান্যাস হলেও পরে আবার তৃণমূল ওই রাস্তার শিলান্যাস করে। যা নিয়ে ভোটের আগে ব্যাপক তরজা শুরু হয়েছে। 
প্রশাসনের দাবি, হঠাৎ পাড়া গ্রামে বেহাল রাস্তা নিয়ে নাজেহাল গ্রামবাসীরা। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে প্রায় তিন কিলোমিটার ঢালাই রাস্তার জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মালদা জেলা পরিষদের তরফে সে রাস্তার কাজের সূচনা হয়। তবে, রাস্তার কাজের সূচনা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে টানাটানি শুরু হয়েছে।


Warning: include(layout/quick1.php): Failed to open stream: No such file or directory in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144

Warning: include(): Failed opening 'layout/quick1.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php82/root/usr/share/pear') in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144