মালদার সভা থেকে বিজেপির বিরুদ্ধে হুংকার মমতার

উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজোলে নির্বাচনি জনসভায় অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২:২০ নাগাদ এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। বিজেপি কারো জন্য কিছু করেছে,সারা জীবন শুধু মানুষের ক্ষতি করেছে কাট ফাঠা রৌদ্র,আর এই সময়ই নির্বাচন ফেলা হয়,কাদের সুবিধা হয়,আমাদের তো হোটেল ভাড়া করে থাকতে হয় মালদার আম সারা পৃথিবীর বিখ্যাত, মালদার আম যাতে বিদেশে রপ্তানি করা হয় তার সমস্ত পরিকাঠামো আমরা করেছি। গৌড়,আদিনা,পান্ডুয়া সংস্কারের কাজ শুরু হয়েছে এই লড়াই দিল্লির লড়াই,কিন্তু এখন থেকে কংগ্রেস আর বিজেপির যারা জিতেছেন বাংলার জন্য কোন দিন কথা বলেছে। কংগ্রেস,সসিপিএম ভাই ভাই। আমরা একাই লড়ছে বিজেপির বিরুদ্ধে খগেন বাবু আপনি এখান সাংসদ ছিলেন কি কাজ করেছেন,কেন ১০০ দিনের কাজ বন্ধ হল জবাব আছে,তাহলে আপনাকে কেন ভোট দিবে। বিজেপিকে কিসের জন্য ভোট দিবেন, গরীবদের উপর যখন অত্যাচার হয় তখন আপনারা কোথায় থাকেন, দূর্গা মন্দির,কালি মন্দির তৈরি করি আমরা মসজিদ তৈরি করি আমরা। কিন্তু বিজেপিরা কখন মন্দির,মসজিদ তৈরি করেছে। বরকত দাকে আমি শ্রদ্ধা করি, তিনি যতদিন বেঁচে ছিলেন তাকে ভোট দিয়েছিলেন ঠিক আছে, কিন্তু এখন তিনি বেছে নেই তাহলে কংগ্রেসকে কেন ভোট দিবেন,আমরা তো ওই পরিবার থেকে মৌসমকে টিকিট দিয়েছিলাম। বিজেপির তৈরি করা সার্ভে দেখানো হচ্ছে। ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, কাউকে পাঁচ কোটি কাউকে দশ কোটি দেওয়া হবে আপনারা সাইলেন্ট থাকুন আমাদের হয়ে ভোট করান, এসব বলছে বিজেপি। আগে ২০০ পার করুন তারপর বলবেন আপ কি বার ৪০০ পা র ১০০ দিনের কাজ চান না খগেন মুর্মুকে চান দিল্লিতে আমাদের সরকার আসবেই বিশ্বাস রাখুন আবস যোজনা আর ১০০ দিনের কাজে বাংলা দুর্নীতি করেনি,করেছে বিহার,গুজরাট  পরিযায়ি শ্রমিকরা দয়া করে এসে ভোট টা দিয়ে যাবেন,পরে যাতে এন আর সির অজুহাত দিয়ে নাম বাদ দিতে যাতে না পারে বক্তব্য শেষে আদিবাসীদের সাথে গান আর ধামসার তালে কোমর দুলিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী।


Warning: include(layout/quick1.php): Failed to open stream: No such file or directory in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144

Warning: include(): Failed opening 'layout/quick1.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php82/root/usr/share/pear') in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144