মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জলপাইগুড়িতে মিলল কিট

ত্রান নিয়ে কনো সমস্যা নেই গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর আজ দেখা গেলো জেলা প্রশাসনের পক্ষথেকে জেলা শাসক ও পুলিশ সুপার নিজে বাড়ি বাড়ি বিশেষ ত্রানের একটি কিট ব্যাগ পৌছে দিলেন। পাশাপাশি জেলা শাসক শামা পারভীন জানান ত্রান নিয়ে কোথাও কনো সমস্যা নেই। কিছু ভুল তথ্য সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে। 

অন্যদিকে ত্রান নিয়ে এলাকায় পৌছাতেই জেলা শাসক ও পুলিশ সুপারকে ঘিরে বিক্ষোভ দেখায় কিছু গ্রামবাসী। তাদের দাবি তারা খাওয়ার ও বিদ্যুৎ পাচ্ছেনা। অন্ধকারে তাদের পরিবারকে নিয়ে রয়েছে। যদিও জেলা শাসক শামা পারভীন তাদের আশ্বাস দেন প্রশাসন কাজ করছে খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। 

গত রবিবার বিকেলে যে ভয়ানক ঝড়ে হয়েছে তাতে সবথেকে বেশি ক্ষতি হয়ছে সদর ব্লক ও ময়নাগুড়ি ব্লকে।দুটি ব্লক মিলে ১১০০পরিবার  এর মধ্যে ময়নাগুড়ি ব্লকে ৮০০পরিবার ও সদর ব্লকে ৩০০পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছেন। এই ত্রানের বিশেষ কিট ব্যাগে রয়েছে চাল,ডাল,বাসোন,জামাকাপড়, পলিথিন সহ অন্যান্য জিনিস পত্র। জেলা শাসক জানিয়েছে একটা পরিবার নতুন করে শুরু করতে যাযা প্রয়োজন তা সব রয়েছে এই ত্রানের কিট ব্যাগে। দুটি ত্রান শিবিরে করা আছে কিন্তু মানুষ জন তাদের নিজেদের জায়গায় ছেড়ে থাকতে চাইছেনা তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে এই সামগ্রী পৌছে দিচ্ছি।


Warning: include(layout/quick1.php): Failed to open stream: No such file or directory in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144

Warning: include(): Failed opening 'layout/quick1.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php82/root/usr/share/pear') in /home1/esyac846/newsmetro.in/news-details.php on line 144