ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তৃণমূলকে কটাক্ষ রাজু বিস্তার

"যে সবচেয়ে বড় চোর অন্যের ওপর চুরির দায় আরোপ করা তাকে মানায় না", শুক্রবার শিলিগুড়ি পুরনিগম অন্তর্গত ৪৬ নম্বর ওয়ার্ডের শ্রীগুরু বিদ্যামন্দির বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজু বিস্তা।
 তিনি আরো বলেন, “গোটা বাংলা সহ শিলিগুড়ির জনগণ এটা জানে যে চুরি করার কারণে তৃণমূলের ছয় জন নেতা শ্রীঘরে রয়েছে। আর যাদের পুরো মন্ত্রিপরিষদ জেলে আছেন, তাদের অন্তত বিজেপির ওপর আঙুল তোলা উচিত নয়।”
 এছাড়াও তাঁর কথায়, তৃণমূলের ভ্রষ্টাচারের টাকা নির্বাচনের দিন বা তার আগে থেকেই মানুষের মধ্যে বিলোনো শুরু হয়। যদি তৃণমূলের নেতারা এসে টাকা দেয় তাহলে সেটা গ্রহণ করা পাপ নয়। কারণ তা মোদিজীর টাকা, আমজনতার রোজগারের টাকা। বিকশিত ও মজবুত ভারত গড়ে তুলতে বিজেপিকে ভোট দেয়ার আবেদন জানান তিনি।